
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৫ম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা প্রথম সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ ৬ মে সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ৫ম উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম. সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান হুকুম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউপি সদস্যগণসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।