
পীরগঞ্জ (রংপুর) থেকে ঃ
পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর স্বামীর র্নিযাতন স্ত্রীর মৃত্যু। এলাকাবাসি সুত্রে জানাযায় বড় আলমপুর ইউনিয়নের তাতারপু গ্রামের মৃত আছির উদ্দিন এর পুত্র আকিরুল ইসলামের স্ত্রী থাকায় পড়েও পড়কিয়া প্রেমের মাধ্যেমে ২য় বিয়ে করে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পুর্ব দেবিপুর গ্রামের আলহাজ্ব হাছেন আলীর কন্যাকে মোবাইল ফোনের প্রেমের মাধ্যমে মালেকা কে ২য় স্ত্রী হিসাবে ঘর তুলেন। বিয়ের পড় থেকে ২য় স্ত্রী মালেকা কে শারীরিক ভাবে নির্যাতন করে বলে প্রতিবেশি জানান। তারেই এক পর্যায় গত কাল ২৮ মে মালেকাকে নির্যাতন করলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। অবস্থা ব্যগতি দেখে তার মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী আকিরুল ইসলাম পীরগঞ্জ মেডিকেল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয় পীরগঞ্জ থানার পুলিশ মালেকা লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্মগে পাঠান। এ রিপোট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলা প্রস্তুতি চলছে।