
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
গত ১৩ হইতে ২০ইং তারিখ পর্যন্ত পারিবারিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা নিশ্চিত করনের লক্ষে পীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্ম এলাকার টুকুরিয়া ইউনি নের অতি দরিদ্রদের মাঝে ১৫০টি ছাগল হস্তান্তর করে। দরিদ্র ও অতি দরিদ্র এই পরিবার গুলোকে সামাজিক ও অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে আল্ট্রাপোর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রজেক্ট মডেল ব্যবহার করে আগামী ৩ বছর তাদের সাথে কাজ করতে এগিয়ে এসেছেন বিভিন্ন গ্রামের উন্নয়ন কমিটি ও আন্তঃর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ। পরিবার গুলোকে ইতি পূর্বে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় নির্বাচন করা হয়। প্রতিটি পরিবারের প্রতিনিধি সদস্য ৩ দিনের ছাগী পালন প্রশিক্ষন শেষে ২টি করে ব¬াক বেঙ্গল ছাগল পেয়ে খুবই আনন্দিত ও উৎসাহিত হয়েছে । ব¬াক বেঙ্গল ছাগল বিতরন অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে টুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো: আতাউর রহমান, পীরগঞ্জ এপি ম্যানেজার মি: ডায়মন্ড জেস্পারঘাগ্রা, এপিসি টেকনিকেল স্পেশালিষ্ট মো: তাহমিদুর রহমান, রিজিওনাল লাইভলিহুড কো-অর্ডিনেটর ডা: জ্ঞানোত্তর চাকমা, মোনাইল গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি মো: মোক্তার হোসেন, প্রোগ্রাম অফিসার গন।
টুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো: আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন যে, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে পীরগঞ্জে কাজ করে যাচ্ছে এবং আমরা প্রশাসনের দিক থেকে সর্বদাই তাদের এই উন্নয়ন মূলক কাজকে সহযোগিতা করছি। আশা করি যারা এই উপকার পাচ্ছে তারা আগামীতে অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে। তিনি আর ও বলেন, ”ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই এলাকায় নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে যা সত্যিই অতুলনীয়। স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনগনের সেবা করে যাচ্ছে এবং এই এলাকার জনগোষ্ঠি উপকৃত হচ্ছে ও তাদেও ভাগ্যোন্নয়নে সহায়ক হিসেবে বিশেষ ভুমিকা রাখছে। এই জন্য আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই।”