
অ্যাডভোকেট পলাশ রায়কে পঞ্চগড় কারাগার অভ্যন্তরে হত্যা, সাংবাদিক প্রবীর সিকদারের বাসায় হামলা, অ্যাডভোকেট সুলাতানা কামাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনের উপর হত্যার হুমকি, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রিয়া সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে ধ্বংস, সারাদেশে অব্যাহত নির্যাতন নিপীড়ন এবং সামাজিক গণমাধ্যমে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে আজ ২৫ মে শনিবার গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য্যরে সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সহ-সভাপতি দীপক কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলার নেতা সঞ্জিবন কুমার দেব রকি, রঞ্জন সাহা, গৌতম চন্দ্র, সুজিত বকসী দোলন, ডাঃ দ্বিজেন্দ্র নাথ পাল, তন্ময় দেব, রিমন তালুকদার, আশীষ কুমার দাস রন্টু, কুশিজজ প্রামানিক, বিবেকানন্দ সরকার, অধ্যাপক নিমাই ভট্টাচার্য্য, সুনিল কুমার বর্মন, নির্মল কুমার মিত্র, সুশীল চন্দ্র বর্মন, রওশন আরা মুক্তি প্রমুখ।