গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর মেয়রের আতাউর রহমান সরকারের শো রুমের ম্যানেজার
নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে বগুড়া জেলার মোকামতলা প্রেসক্লাবে গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গোবিন্দগঞ্জের মটরসাইকেল টিভিএস স্বরণীর শো- রুমের ম্যানেজার মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনকারী মিজানুর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। মিজানুর রহমান গত ২০ মে সোমবার বগুড়া মোকামতলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে তার ।
লিখিত বক্তব্য মিজানুর রহমান জানান,গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরে মটরসাইকেল টিভিএস স্মরণী শো রুমে ম্যানেজার পদে যোগদান করি। চাকুরি করাকালে
শো রুমের পরিচালক আতাউর রহমান তার ব্যক্তিগত
আমার অনউপস্থিতিতে শো রুমের অডিট কার্যক্রম গত ১ জানুয়ারী থেকে অব্যহত রেখেছেন। গত ১৭ এপ্রিল আতাউর রহমান ও তার ভাড়াটিয়া লোকজন শো রুমে প্রবেশ করেন এবং শো রুমেন সার্টার নামিয়ে আমার গলায় চাকু ধরিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা ব্যাংক চেক ও ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এরপর ২৮ এপ্রিল শো রুমে আসিলে আমাকে বেদম মারপিট করে সেদিনই আমি জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসি। এরপর হতে প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে সে নিজে ও লোকজনের মাধ্যমে আমাকে ও আমার পরিবারের লোকজনকে এবং গোবিন্দগঞ্জে থাকা আমার ভগ্নিপতিকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা রয়েছে। তিনি এ সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পৌর মেয়র আতাউর রহমান সরকার নিজের একমাত্র ছেলে হত্যার স্বীকার হওয়ার পর এলাকায় তথা উপজেলা জুড়ে জনপ্রিয়তা বৃদ্ধি হয়। বর্তমানে তিনি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন । গোবিন্দগঞ্জ উপজেলার রাজনীতির গ্রুপিংএর মাঠে একজন দক্ষ রাজনৈতিক নেতা হিসাবে সর্বদা পরিচিতি লাভ করেছেন। শহর কেন্দ্রীক রাজনীতি মাঠে তিনি উপজেলার ফ্যাক্ট হিসাবে প্রতিয়মান ব্যক্তি। দীর্ঘদিনের নিরব উত্তপ্ত মাঠে বহু ঘটনায় ঘটেছে। বল কোটে গেলে ইচ্ছা মতো ঘুড়াতে পারদর্শী ব্যক্তি তিনি। পৌর শহরে বাজারে যেমন বিভিন্ন সংগঠনের বহুতল অফিস হয়েছে। তেমনি হয়েছে আতাউর রহমান সরকারের মার্কেট এছাড়াও নিরব আরো বহু কিছুই তো আছে রাজনীতির দোলা চালে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিগণ বলে নিজের ঘরের পোষা বিলাই নির্যাতনে মেও মেও করে কেদেছে ম্যানেজার মিজানুর রহমান। ম্যানেজারের জীবনের নিরাপত্তার দাবী নিয়ে এই সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বস্তরের মানুষের মাঝে । অনেকেই বলছে একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা যদি তার কর্মচারীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে সাধারণ মানুষ যাবে কোথায়। কার নিকটে পাবে কোথায় মিলবে পরশ পাথর শান্তির ছায়া।