
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী বৃন্দের আয়োজনে উদয়ন স্বাবলম্বী সংস্থা, পুটিমারী সাঘাটা চত্ত্বরে মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও সাঘাটা উপজেলা পরিষদের সন্মানীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম পি। এসময় তিনি বলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে বিশ্বরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় সুশিক্ষিত ও মেধাবী জাতি গঠনে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান।
মাওঃ আব্দুল লতিফের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর ও ভাইস চেয়ারম্যানদ্বয় সহ অন্যান্য সন্মানিত ব্যাক্তি বর্গ ও উপজেলা মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।।