
রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ।
বুধবার (১ মে) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২০টি ডেটোনেটর ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তারা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় একত্রিত হয়েছিল।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।