গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী( সাঁওতাল)’ র স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষনের চেষ্টার মামলা অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১৩ মে সোমবার দুপুর ১২ টায় কামদিয়া ইউপির একটি গ্রামে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর স্কুল পড়ুয়া কিশোরী যখন বাবা-মার অনুপস্থিতিতে বাসায় অবস্থান করছিল সেই সুযোগে গ্রেফতারকৃত ৩ জন গোবিন্দগঞ্জ উপজেলার কনিয়াটেকর (ভেউর) গ্রামের মৃত শাহারুল আলমের ছেলে বখাটে জেহাদ(২৫), মোটরসাইকেল চেপে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঐ বাড়িতে আসে এর সহযোগী অভিযুক্ত তেগড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রনি মিয়া (২২), একই গ্রামের সরকার মরমুর ছেলে সনাতন মরমু(১৮) এরা পানি পানের ওজুহাতে বাড়ির ভিতর ঢুকে ভিকটিমের নিকট পানি চায়।ভিকটিম আসামি দ্বয়কে চেনার সুবাদে প্রথমে তারই স্বজাতি সনাতন মরমুকে পানি খেতে দিলে সে পানি পান শেষে বাড়ির দরজায় গিয়ে অবস্থান নেয় আর অপর আসামি রনি তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে রান্না ঘরে একা পেয়ে ধর্ষনের উদ্দেশ্য জাপটে ধরে এবং পড়নের জামা কাপড় খোলার চেষ্টা করে,ভিকটিম আত্নরক্ষায় গ্রেফতারকৃত রনি হাতে কামড় দিলে আসামিরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, পরবর্তীতে এ কিশোরী পিতা অভিযোগে থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা হলে সকালে ৩ আসামিদের গ্রেফতার করা হয়।আসামিরা আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
(ছবিতে গ্রেফতারকৃত সনাতন,জেহাদ,রনি)