গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গোবিন্দগঞ্জ হতে ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ।
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শাখাহার ইউপি এলাকার রাজশ চকারপাড়া গ্রামস্থ রাজা বিরাট হইত জয়পুরহাট গামী পাকা রাস্তার শহরগাছি আদর্শ ডিগ্রী কলেজ হইতে ৫০ গজ পশ্চিমে খাজা বাবা ফরিদপুরী জিন্দাবাদ জাকের পার্টি অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে গতকাল ১৭ মে বৃহস্পতিবার ভোরে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যাবসায়ী ১। আবদুল হক @ বাদশা ২।মোঃ জাহিদুল ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোবিন্দগঞ্জ উপজেলার রাজশ গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ১।মোঃ আবদুল হক @ বাদশা (৪০), একই গ্রামের মৃত মাতব্বর ২। জাহিদুল ইসলাম (২৮)।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,প্রাপ্ত আলামত ও প্রাথমিক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা রুজু করা হইয়াছে।