
গাইবান্ধা সদর উপজেলায় যত্ন (পুষ্টি) প্রকল্পের তালিকা প্রণয়নে ঘুষ-দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে শুক্রবার গাইবান্ধা-ধর্মপুর উপমহাসড়কের দারিয়াপুর নামক স্থানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল শাখার সভাপতি গুল বদন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ সম্পাদক মুরাদ জামান রাব্বানী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাদেকুল ইসলাম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আপন কুমার বর্মন, দারিয়াপুর অঞ্চল পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টার প্রমুখ।
বক্তারা অবিলম্বে যত্ন প্রকল্পের তালিকা প্রণয়নে ঘুষ, দুর্ণীতি বন্ধসহ নতুন তালিকা প্রণয়নের জোর দাবী জানান। তা না হলে এলাকার জণগনকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।