
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ, স্বাধীন বাংলাদেশের প্রথম স্পীকার, গাইবান্ধার কৃতি সন্তান শাহ আব্দুল হামিদের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ২ মে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক গোলাম মারুফ মনার সভাপতিত্বে সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবিক পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. রোখছানা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, সাবেক খেলোয়াড় ওয়াজিউর রহমান রাফেল, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার প্রমুখ। অালোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মরহুম শাহ আব্দুল হামিদ পূর্বসরিগণসহ জেলা শহরের সকল শ্রেনীপেশার মানুষ।