
গাইবান্ধার সদর উপজেলারর বাদিয়াখালী রেল ষ্টেশনের দক্ষিন পার্শ্বে ছোট ব্রীজ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিএক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার সকালে এক অজ্ঞাত যুবক(৪৫) ব্যক্তি মারা গেছে।
বোনারপাড়া রেলওয়ে থানার এস অাই অাইয়ুব অালী বলেন, তার মৃত্যুর কারন জানা যায়নি।
বাদিয়াখালী রেলষ্টেশন মাষ্টার প্রদীপ কুমার মহন্ত বলেন শুক্রবার সকাল ৯টায় লালমনিএক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে মারা যায়।
বাদিয়াখালীর ইউপি সদস্য অাঃ রউফ
সুমন সাংবাদিকদের জানান,নিহতের পরিচয় পাওয়া যায়নি।