
প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মিম শেয়ার করেন বিবেক ওবেরয়৷ চারিদিকে নিন্দার ঝড় ওঠে৷ একজন অভিনেতা হিসেবে এই কাজ কেন করলেন তিনি? উঠেছে প্রশ্ন৷ বিবেকের এই কাজের কী বার্তা গেল ভক্তদের কাছে? তিনি কী মোটেই দায়ীত্বশীল নন? তারপরই মহারাষ্ট্রের মহিলা কমিশনের পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে নালিশ জানানো হয়৷
একজন মহিলা সম্পর্কে আপত্তিজনক মিম কেন নিজের ট্যুইটরে শেয়ার করলেন তিনি, তাই নিয়েই প্রশ্ন কমিশনের৷ মহারাষ্ট্রের মহিলা কমিশনের প্রধান বিজয়া রত্নাকর জানিয়েছেন বিবেকের এই কাজ মোটেই ভালভাবে নিচ্ছেন না তারা৷ সে কারণেই এমন পদক্ষেপ তাদের৷

এক্সিট পোল সবেমাত্র সামনে এসেছে৷ উঠে আসছে নানা রকম প্রতিক্রিয়া৷ এবার তাতে সামিল নেটিজেনরাও৷ তৈরি হয়েছে বিভিন্ন মিম৷ এবং এমনই একটি মিম তৈরি হয়েছে এক বিখ্যাত অভিনেত্রীকে নিয়ে৷ সেই নায়িকা আর কেউ নন, বচ্চন পরিবারের বৌমা, ঐশ্বর্য রাই বচ্চন! তাকে নিয়ে বিশ্রীভাবে একটি মিম ঘুরতে শুরু হয়েছে বাজারে৷ সেই মিমটি দেখে ভারি মজা পয়েছে তার প্রাক্তন প্রেমিক৷ নিজেও তিনি শেয়ার করলেন এই মিমটি৷
মিমটি এক্সিট পোলকে কেন্দ্র করে৷ কিছুটা কী ভাবা হয়েছিল আর শেষ পর্যন্ত কী হল, এমন ধরণের৷ পুরনো কাসুন্দি ঘাঁটা হচ্ছে আর তাতে যিনি একসময় ছিলেন সেই নায়িকার প্রেমিক, তিনিও ভারি মজা পেলেন৷