
রংপুর বিভাগের ৮টি জেলার ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা সহ ঢাকা-রংপুর মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং ঈদপূর্ববর্তী সময়ে জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাইবান্ধা জেলার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সহ সাতটি থানা পুলিশ এলাকায় মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ মার্কেট এবং স্পর্শকাতর এলাকায় মোটরসাইকেল মহড়া দেওয়া সহ চালাচ্ছে নিয়মিত চেকপোস্ট ডিউটি।
এছাড়া পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ডে অস্থায়ী যাত্রী ছাউনি তৈরী করে সেখানে পুলিশ কন্ট্রোল স্থাপনের মাধ্যমে যাত্রীদের বিশেষ করে রাত্রীকালীন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সরাসরি তত্ত্বাবধানে সিনিয়র সকল পুলিশ কর্মকর্তাগণ সহ সকল ওসিগণের নেতৃত্বে এই ডিউটি ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।