
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ২১ মে মঙ্গলবার রাত ১০টায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নওয়াবুর রহমান ও এএসআই একরামুল সংগীয় ফোর্সসহ মাদকের বিরুদ্ধে এক অভিজান চালান।
এ সময় ধাপেরহাট বন্দরের চতরা রোডে ব্রীজের সন্নিকট থেকে ইয়াবাসহ দু’যুবককে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন নামের এক যুবক পালিয়ে যায়।
আটককৃতরা হলো,ধাপেরহাট বন্দরের পালান পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মেহেদী ও হাফিজার রহমানের ছেলে রাকিব হাসান।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নওয়াবুর রহমান জানান,আটককৃত মেহেদী, রাকিব ও পলাতক যুবক পালান পাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে। আটককৃত দু’যুবক ও পলাতক শিপনসহ তিন জনের নামে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।