
গাইবান্ধা জেলাকে মাদক, জুয়া ও জঙ্গি মুক্ত করার লক্ষ্যে জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা(ডি,বি)র একটি টিম আজ ১৮ এপ্রিল ভোরে সাঘাটা উপজেলার বাজিতপুর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১২জন জুয়াড়ুকে আটক করা হয় এবং পুলিশ সুপারের নির্দেশে তাহাদের বিরুদ্ধে জুয়া আইনে সাঘাটা থানায় মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। এই অভিযানের ফলে এলাকায় জেলায় পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি পাইয়াছে।