
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কমিটমেন্ট ও ইচ্ছা শক্তির কারণেই দেশের উন্নয়ন হচ্ছে।
রবিবার (২১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘শেখ হাসিনা নেতৃত্বের উন্নয়ন ও অগ্রগতি ১০ বছর’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের মানুষের আত্মীক সম্পর্ক গড়ে তুলছিলেন। তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। তিনি তার বক্তব্যে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামজিক মুক্তির কথা তিনি বলে গেছে। দেশবাসীর সঙ্গে স্বাধীনতা ও মুক্তির কমিটমেন্ট করেছিলেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক, রাজনৈতিক ও সামজিক মুক্তি দিয়ে যেতে পারেননি। তিনি সুচনা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ( বঙ্গবন্ধু) সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বাস্তবায়নের পথে। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা পুরোপুরি প্রতিষ্ঠিত হবে।
অন্যরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন নয়, দখল ও ভোগ করেছে বলে যোগ করেন আমির হোসেন আমু।
সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম বলেন, সরকারের পাশাপাশি দেশের নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আমাদের নিজেদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণা করতে হবে, লালন করতে হবে। দেশের উন্নয়নে আওয়ামী লীগের অন্যান্য উপ-কমিটিগুলোকে একসাথে কাজ করতে হবে। সারা বিশ্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছটা ছড়িয়ে দিতে হবে।
সেমিনারে আরও বক্তৃতা করেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অর্থনীতিবিদ খলীকুজ্জমানসহ আরো অনেকে।