
শবেবরাত ২০ না ২১ এপ্রিল, তা জানতে হাইকোর্টে রিট করেছে একটি ইসলামি সংগঠন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ আবেদন করা হয়। শবে বরাত একটি ধর্মীয় ও স্পর্শকাতর বিষয়, এটাকে আদালতের বিষয় না বানানোই ভালো বলে মন্তব্য করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। তবে রিটকারিদের বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনকে গ্রহণ করতে বলেছেন আদালত।
গত ৬ এপ্রিল, ইসলামিক ফাউন্ডেশনের সভা শেষে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ জানিয়েছিলেন, ২১ এপ্রিল হবে পবিত্র শবে বরাত।
এ নিয়ে আপত্তি তোলেন মজলিসু রুইয়াতিল হিলাল নামে সংগঠনের নেতারা। পরে বিষয়টি নিয়ে ১০ সদস্যের নতুন কমিটিও গঠন করা হয়। এই কমিটি ১৭ এপ্রিলের মধ্যে জানিয়ে দেবে কবে শবে বরাত পালিত হবে।