
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে, গাধা যেমন জল ঘোলা করে খায়, বিএনপি এমপিদের সে রকমের অবস্থা হয়েছে। তারা যে শপথ নিলেন সেটা কিন্তু গাধার মতো জল ঘোলা করে। তবে তারা শপথ নিয়েছে এজন্য অভিনন্দন জানাই।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘তারুণ্য কথা’ আয়োজিত বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘আছো সত্তায়, আছো চেতনায়’ শীর্ষক ১০০টি চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কে এম খালিদ এ সময় উপস্থিত ছিলেন। তারুণ্য কথা’র আহ্বায়ক মো. আতিকুর রহমান দীপু’র সভাপতিত্বে অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও অধ্যাপক জামাল আহমেদ তাদের চিত্রকর্মের মাধ্যমে প্রদর্শনী উদ্বোধন করেন ও আওয়ামী লীগের প্রচার উপকমিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
ড. হাছান মাহমুদ এসময় বঙ্গবন্ধুর ওপর চিত্রকর্ম প্রদর্শনী আয়োজনের উদ্যোগের প্রশংসা করে বলেন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গড়ার পাশাপাশি মানুষের আত্মিক ও চেতনাগত উন্নয়নের মধ্য দিয়ে উন্নত জাতি গঠন আবশ্যক। আর এজন্য শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চাকে নিয়ে যেতে হবে মানুষের কাছে, সবখানে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি তর্কভিত্তিক বহুমাত্রিক সমাজ গড়তে চাই। বিএনপি যেমন এখন সকাল-বিকাল দু’বেলা সরকারের বিরুদ্ধে বাইরে কথা বলছেন, এখন তারা সংসদে বলতে পারবে। আমরা মনে করি, সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া বিরোধী দলগুলোর কাজ। কারণ গঠনমূলক সমালোচনা কাজকে শাণিত করে।’
বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদানের সময়বৃদ্ধি প্রার্থনা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আলমগীর সাহেবই বলবেন।’