
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গান্ধী, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যান এ্যাফেয়ারস) মার্ক লোকক ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনোসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থার শীর্ষ প্রতিনিধিরা।
ক্যাম্পে পৌঁছে তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন ও বিভিন্ন সাহায্য সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি দলটি কক্সবাজারে পৌঁছায়।
বিকেলে প্রতিনিধি দলটির কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।