
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বনানীর এফ আর টাওয়ার নির্মাণে রাজউক কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, রাজউকের অনিয়মের ব্যাপারে আমরা ইতোমধ্যে সরকারের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছি। এখন এটা সরকারের ওপর নির্ভর করে তারা রাজউকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা।
ইকবাল মাহমুদ আরও বলেন, ভবনটির ১৮ তলা অনুমোদন ছিল, সে জায়গায় নির্মাণ করা হয়েছে ২২ তলা। তদন্তে যদি দেখা যায় রাজউক অবৈধভাবে এই অনুমোদন দিয়েছে সেক্ষেত্রে অনুমোদন প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।