
চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে পৃথক পৃথক ভাবে দিনাজপুরের হাকিমপুর ও ঘোড়াঘাট থেকে বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিলসহ ৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
র্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ এপ্রিল দুপুরে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন খট্টা মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামে কাটলা জিরো পয়েন্ট তিন রাস্তা মোড়ে অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী ও হাকিমপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিমের ছেলে ১। খালিদ হাসান খালিদ(১৯) কে ২৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট , মাদক বিক্রির ১৬০/- টাকা ও ১টি মোবাইল ফোন সহ গ্রেফতার করে।
একইদিন দ্বিতীয় অভিযানে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন রায়ভাগ গ্রামে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের ফেনসিডিল ব্যবসায়ী ও মাদক চক্রের হোতা হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে (২) মোঃ আবু সাইদ (৩৭) কে ৬ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু সাইদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরো একটি মাদকের মামলা কোর্টে বিচারধীন রয়েছে।
এদিন তৃতীয় অভিযানে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার চুরিপট্টিতে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের ফেনসিডিল ব্যবসায়ী ও মাদক চক্রের হোতা হাকিমপুর উপজেলা দক্ষিণবাসুদেবপুর গ্রামের জিন্নাহ আলির ছেলে (৩) মাসুম আলি (৩৭) কে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
এদিন সন্ধ্যার আগে চতুর্থ অভিযানে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার পালপাড়ায় অভিযান পরিচালনা করে এগ্রামের মৃত তনছের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী(৪) মোঃ আব্দুল হান্নান মন্ডল (৪৮) কে ৬ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আরো একটি মাদকের মামলার কোর্টে বিচারধীন রয়েছে ।
একই দিন শেষে রাতে সর্বশেষ পঞ্চম অভিযানে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা সদরের দক্ষিন নয়াপাড়ায় সেকেনের চাতালের কাছে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের ইয়াবা ব্যবসায়ী গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর চিত্তিপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে (৫) হাসমত আলি (৪৮) ও ঘোড়াঘাট উপজেলার ছারমান আলীর ছেলে (৬) মোঃ লাবু (৩০) কে ৯০ পিস ইয়াবা(তার মধ্যে ৫০ পিচ নকল ইয়াবা) ও ১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরো মাদকের মামলার কোর্টে বিচারাধীন রয়েছে ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ০৬ জনকে হাকিমপুর ও ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন র্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্পের ভ্রারপ্রাপ্ত কমান্ডার এএসপি হাবিবুর রহমান।