
শিল্পা শেঠিকে আজকাল ডান্স শোতে সবচেয়ে বেশি দেখা যায়। শোতে তিনি জাজের ভূমিকায় দেখা দেন। তেমন কোনও ছবি নেই তাঁর হাতে। বহুদিন ধরে করছেন না কোনো কাজ। এখন তিনি নিজের ফিটনেস নিয়ে বেশি ভাবেন। এবং শিল্পার ফিটনেস ক্লাবও রয়েছে। তাঁর এখন সুখের সংসার। বিয়েও করেছেন ভাল পাত্র দেখে।
তবে হঠাৎ কী হল যে বেগুন তুলতে হচ্ছে তাঁকে। তাও নিজের বাড়িতে লাগানো বেগুন তুলছেন তিনি। তুলছেন ধনেপাতাও। কিছুই না আসলে শিল্পা নিজের বাড়ির বাগানে সবজি লাগিয়েছেন। আর সেই সবজি নিজে হাতে তুলে করবেন রান্না। এই খাবার হেলদি। আর স্বাস্থ্য নিয়ে শিল্পা সব সময় সচেতন।