
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক ও বাল্য বিয়ে অন্যতম অন্তরায়।ক্ষুধা, দারীদ্রমুক্ত দেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আগামীর শত বছরের বাংলাদেশের দিকে বিশ্বয় চোখে তাকিয়ে থাকবে বিশ্বের অনেক দেশ,সে লক্ষ্যে সরকারের ঘোষিত ডেল্টা প্ল্যাল বাস্তয়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে আলোচনা সভা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল মতিন এ কথা গুলো বলেন।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার উত্তম কুমার রায়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য মনিরা আক্তার মনি,শাহিনুর বেগম,শহিদুল ইসলাম সদু,শাহিন মিয়া,মোজাম্মেল হক,সাবিনা ইয়াসমীন,শফি মিয়া আব্দুর রাজ্জাক,আব্দুর রশিদ সরকার প্রমূখ।
এর আগে জেলা প্রশাসক আব্দুল মতিন ইউনিয়নের জগৎরায় গোপালপুর কমিউনিটি ক্লিনিক,রহমতপুর বালিকা বিদ্যালয়,
রঘুনাথপুর একটি বাড়ী একটি খামার প্রকল্প পরিদর্শন করেন ও রামচন্দ্রপুরে বুদ্ধি প্রতিবন্দী স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।