
ফার্মগেটের সম্রাট হোটেল থেকে আমিনুল ইসলাম স্বজল ও মালিয়া ইসলাম নামের দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে হোটেল সম্রাটের ৭তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তাদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু যৌন উত্তেজক ট্যাবলেটও।
মৃতরা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০) ও তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১)।
তেজগাঁও থানার ওসি মাজহার হোসাইন বলেন, খবর পেয়ে মরদেহগুলো হোটেলের দরজা ভেঙে উদ্ধার করা হয়। তাদের হত্যা করা হয়েছে বা আত্মহত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সোমবার বিকেলে হোটেলে ওঠেন।
আজ দুপুর পর্যন্ত তারা না উঠায় হোটেলের লোকজন ডাকাডাকি করে, কিন্তু কোনও সাড়া না পয়ে পুলিশে খবর দেয়। দুজনের ব্যাগ থেকে আইডি কার্ড পাওয়া গেছে। তাতে দেখা গেছে, আমিনুল তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং মরিয়ম ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়েন।