
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়নের বড়আলমপুর মৌজায় পল্লী বিদ্যুৎ লাইনের খুঁটি (পোল) স্থাপনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মোঃ আকমল হোসেন পিতা: মৃতঃ আয়েব আলী মন্ডল উক্ত মৌজায় তার নিজ জমিতে সেচ পাম্পে বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলে – অফিস কর্তৃক যে স্থানে সেচ পাম্প স্থাপনের জন্য স্ট্রিকিং সীটে উল্লেখ্য করে সেই স্থানে সেচ পাম্প তথা বিদ্যুৎ লাইনের খুটি স্থাপন করা হয়নি। বরং বাঁকা করে সামাদ মিয়ার জমিতে আনুমানিক ১৯০ ফিট দূরতে বিদ্যুৎ লাইনে খুঁটি (পোল) দেওয়া হয়।
আরো জানা গেছে, মোঃ আব্দুস সামাদ মিয়া পিতা: মৃতঃ তোজাম্মল হোসেন তার নিজ জমিতে উল্লেখিত ব্যাক্তি জোর পূর্বক অনিয়ম করে একই ব্যাক্তির দুটি জমিতে বিদ্যুৎ লাইনের খুঁটি (পোল) স্থাপন করে।
ভুক্তভুগি মোঃ আঃ সামাদ মিয়া বলেন, মুই গরিব মানুস, আকমল মোর দুই ভিটাত (জমি) কারেন্টের পোল গাড়ছে (স্থাপন করছে)। মোর কাজ কর্ম করতি সমস্যা হয়। মুই অনেক কষ্টে দুই লাক্ষ টেকা জোগার করি ১৪ শতক জমি নিছো। টেকা পরিশোশ করার পরেও মোক লেখি দেওছে না আকমল। মোক ভয় দেখায়।
এলাকাবাসী জানায়, আকমল হোসেন জোর পূর্বক পুলিশ নিয়ে গিয়ে মিটার লাগানোর চেষ্টা করলে এলাকাবাসী ও সামাদ মিয়ার বাধার মুখে ব্যার্থ হয়ে ফিরে যায়। সামাদ মিয়াকে বিভিন্ন দিক দিয়ে ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আকমল হোসেন তার সুবিধার্থে বিদ্যুৎ লাইনের খুঁটি (পোল) বাঁকা করে ইচ্ছাকৃত ভাবে আব্দুস সামাদ মিয়ার দুই জমিতে দুটি খুট স্থাপন করে।
বিষয়টি খতিয়ে দেখে এর একটি সঠিক সুরহা করতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি করছেন এলাকাবাসী।