
গাইবান্ধার মানবিক পুলিশ সুপার এবার পরিত্যক্ত অবস্থায় পাওয়া অজ্ঞাত নবজাতক শিশুর জীবন বাঁচাতে বিশেষ ভূমিকা রাখলেন মানিবক পুলিশ কর্মকর্তা খ্যাত জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
গতকাল ১৫ এপ্রিল গভীর রাতে মানবরুপি এক পশু সদ্য জন্মানো জীবন্ত শিশু কে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় খোলা মাঠে ফেলে রেখে যায় এবং শিশুটি রাতভর বৃষ্টির পানিতে ভিজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। বিষয়টি আজ ১৬ এপ্রিল সকালে স্হানীয় লোকজনের দৃষ্টিতে আসলে কেউ যখন এগিয়ে আসেনা তখন গাইবান্ধার মানবিক জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর নির্দেশে পলাশবাড়ী থানা অফিসার হিপজুর আলম মুন্সি। তাৎক্ষণিক ভাবে শিশুটিকে উদ্ধার পূর্বক গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো সহ সু- চিকিৎসার ব্যবস্হা করেন। ফলশ্রুতিতে শিশুটি আল্লাহর অশেষ কৃপায় ও মানবিক পুলিশ সুপারের বিশেষ ভূমিকায় মৃত্যুর মুখ হতে ফিরে আসে। পুলিশ সুপার শিশুটির চিকিৎসার ব্যয় বহন করছেন এবং শিশুটি যাতে সুন্দর ভাবে বেঁচে থাকতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। সেই সঙ্গে নবজাতক শিশুটি যাতে বেঁচে থাকে সে জন্য পুলিশ সুপার মহোদয় সকলের দোয়া কামনা করেছেন। পাশাপাশি শিশুটির পাষন্ড পিতামাতাকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণে ওসি কে নির্দেশ দিয়েছেন।
সে নির্দেশ অনুযায়ী নবজাতক শিশু ওয়ারিশ সন্ধান করতে মাঠ পর্যায়ে তদন্ত করছেন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি।