
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে শহরের ১নং ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে । মানববন্ধন কর্মসূচিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতাকর্মীসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
এ সময় বক্তরা নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ সারাদেশের শিশু ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের আহবান জানান।