
নিউজ ডেস্ক
ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির এ তথ্য জানান।
বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নুসরাত জাহানের ঘটনা প্রমাণ করে বর্তমানে দেশের নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই।
তিনি নুসরাত জাহান রাফির শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এর আগে, টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।
গত শনিবার সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে ঐ মেয়েটিকে ছাদে ডেকে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
গুরুতর দগ্ধ ঐ ছাত্রীকে এর পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছিল।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের আগে তাকে কয়েকজন মুখোশ পরা মেয়ে ভবনের ছাদে ডেকে নিয়ে যায়। পরিবারের অভিযোগ ওই মেয়েরাই মিথ্যা বলে, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আহত ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।