
মিজানুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া দৌলতপুরে মাদকের ভয়াবহতা রোধ কল্পে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু্ষ্িটয়া জেলা কার্যালয়ের আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় মাদকের ভয়াবহতা রোধ কল্পে খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু্ষ্িটয়া জেলা কার্যালয়ের আয়োজনে শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আজগর আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু্ষ্িটয়া জেলা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস আই আব্দুর রহিম , সাবেক সভাপতি মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় হারেজ উদ্দিন, সিরাজুল ইসলাম বাবু, ম্যানিজিং কমিটির সদস্য দেওয়ান হাফিজুর রহমান, রাজু আহমেদ, আবু হানিফ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। অনুুুষ্ঠান সহযোগিতায় ছিলেন উক্ত বিদ্যায়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ। দৌলতপুর পুলিশ প্রশানের পক্ষ থেকে এস আই আব্দুর রহিম জানান, মাদক নিয়ন্ত্রণ একা পুলিশ প্রশাসনে দারা সম্ভব না, আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে সচেতন হতে হবে। দৌলতপুর থানা মাদকের বিরুদ্ধে অনেক কাজ করেছে এবং আরো কঠোর হতে যাচ্ছে। প্রধান আলোচক আজিজুল হক জানান, মাদক একটি ব্যধি যা আমাদের দেশ ও সমাজকে ধংষ করে ফেলছে। আমাদের যুব সমাজ ধ্বংষের মূল কারন হয়ে দাড়াচ্ছে মাদক। তাই আমাদের মাদক থেকে দুরে থাকতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, উপজেলা প্রশাসন মাদকের ব্যপারে কোন ছাড় দিবে না। অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যায়ের পি এস সি ও জে এস সি তে যে সকল ছাত্র ছাত্রীরা জি পি এ ৫ পেয়েছে তাদের সম্মাননা সারক প্রদান করেন।