
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে ভালো। তিনি দাবি করেন, চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট।
আজ মঙ্গলবার বিএসএমএমইউতে সাংবাদিকদের এসব কথা বলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।
ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও উপপরিচালক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়াকে গতকাল এখানে আনার পর তিনি চিকিৎসকদের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। আজও তিনি যথেষ্ট হাসিখুশি ছিলেন।
পরিচালক আরো বলেন, ‘গতকাল খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, তিনি ভালো আছেন। নতুন তথ্য দেওয়ার কিছু নাই। চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। গতকাল যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলো তিনি খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।’
বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।’
এর আগে বিএনপির চেয়ারপারসন যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল বলেন, ‘আগের ব্যাপারে আমি নিজেও ছিলাম না। আমি এসেছি এখানে টু উইকস। সে ব্যাপারে আমি ডিটেইলস জানি না। না জেনে বলাটা ঠিকও হবে না। তবে গতকাল আসার পর এখন পর্যন্ত যা করছি, আমার মনে হয় চিকিৎসায় তিনি সন্তুষ্ট। তিনি চিকিৎসায় খুশি।’