
চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন সম্পর্কে মা-ছেলে।
আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, আজ রোববার সকাল ১০টার দিকে শাহরাস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও এক নারী মারা যান।চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান (৮)।শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় কর্ডোভা পরিবহনের একটি বাস সামনে থেকে সিএনজিটিকে চাপা দিলে এর পাঁচ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে চারজনের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।