১৩৯ টি কেন্দ্রে মধ্যে ১৩৯ টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল –
নৌকা -১৪১,২৯৮
ঘোড়া-৫৭৬২৪
হাতুর -১৫৫২
আনারস-৮৯৩
মটরসাইকেল-৬৬১
দোয়াত কলম- ২৩৩
চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান (নৌকা) ১ লক্ষ ৪১ হাজার ২ শ ৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: মুকিতুর রহমান রাফি (ঘোড়া ) পেয়েছেন ৫৭ হাজার ৬ শ ২৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফল –
মাইক -৫৭৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে শরিফুল ইসলাম সরকার তাজু জয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দিপ্রার্থী তালা প্রতিকে পেয়েছেন ৫১৭৬০ ভোট।
টিউবয়েল -৪২৮২৬
উড়োপ্লেন-৭৭৮০
চশমা-৩৮৮৭০
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফল-
ফুটবল-৯৪৪৩৬পেয়ে জয়ী তার নিকটতম প্রার্থী প্রজাপতি-২৯৩৫৩। প্রাপ্ত ফলাফলে নির্বাচনে মোট ভোটের ৫৩.৪৩ ভাগ ভোটার উপস্থিতি ছিলো।