গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে।এতে একজন নিহত হয়েছে এবং দু জন আহত হয়েছে। আজ ২৭ এপ্রিল শনিবার এ দূর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও চালক কে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ঢাকা থেকে ছেড়ে আসা সেনা কল্যাণ সংস্থার একটি ট্রাক যার নাম্বার- (বাগেরহাট উ-১১০০২৩) ঢাকা- রংপুর মহাসড়কের ফাঁসিতলা পেট্রোল পাম্প এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে এক অটো রিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সা টি ট্রাকের চাপা পড়ে। এতে অটোভ্যান চালক ঘটনা স্থলেই নিহত হয় এবং অটোভ্যানের ২ যাত্রী আহত হয়।
নিহত অটোভ্যান চালক গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউপির চকপাড়া গ্রামের মৃত অমির শেখের পুত্র খয়বার বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায় নিহত অটো রিক্সা চালক খয়বারকে উদ্ধার করা হয়েছে এবং আহত দু জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন ঘাতক ট্রাক চালককে ট্রাকসহ আটক করা হয়েছে।