গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের ডমুরগাছা গ্রামের আব্দুল গনির ছেলে ও নাকাই উচ্চ বিদ্যালয়ের মাহবুব হোসেন ওরফে মজনু মিয়া(৩৭)কর্তৃক নবম শ্রেনীর এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ড করার প্রতিবাদে লম্পট শিক্ষক মজনু মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নাকাই ইউনিয়নের সচেতন অভিভাবক ও এলাকাবাসী স্থানীয় বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভিভাবক শহিদুল ইসলাম, কছির উদ্দিন,রাবেয়া বেগমসহ অন্যরা। বক্তরা বলেন, নাকাই উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক মাহবুব হোসেন মজনু মিয়া গত বুধবার রাতে প্রলোভন দিয়ে নবম শ্রেনীর ছাত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় ওই ছাত্রীর পরিবার লম্পট শিক্ষক মজনু মিয়াকে আটক করে ডাক চিৎকার করলে এলাকাবাসী ছুঁটে আসে। এবং এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়। এরি মধ্যে অবস্থার বেগতিক দেখে ওই শিক্ষক বাড়ীতে খবর দিয়ে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী ও নাকাই ইউনিয়নের এক সমাজপতি কে ডেকে নিয়ে মেয়ের বাবাকে মান সন্মানের ভয় দেখিয়ে বুঝিয়ে ১ লক্ষ ৫০ হাজার লাখ টাকার বিনিময়ে রাতেই লম্পট শিক্ষককে ছিনিয়ে নিয়ে যায়।এলাকাবাসী জানায়, শিক্ষক মজনু মিয়া নাকাই বন্দরের দি- বেষ্ট প্রাইভেট হোম ও কোচিং সেন্টারের এর পরিচালক। এ ঘটনায় নাকাই হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক আবু তায়েফ সরকার বলেন, ঐতিহ্যবাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুমান রয়েছে।এ বিদ্যালয়ে কোন লম্পট শিক্ষকের স্থান নেই। যেহেতু অভিভাবক ও এলাকাবাসী ঘটনাটি মুখে-মুখে শুনে উদ্বিগ্ন।তাই এঘটনায় অভিযুক্ত শিক্ষক মজনু মিয়াকে শো-কোজ করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।