
গাইবান্ধা পল্লী বিদুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের এজিএম ও জুনিয়র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শাহ নেওয়াজ নামের পল্লী বিদুৎ সমিতির এক গ্রাহক ।
রোববার বিকালে সাঘাটা প্রেস ক্লাবে লিখিত অভিযোগে তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির একজন নিয়মিত গ্রাহক যাহার মিটার নম্বর-৫০০০৬২৭২৮, হিসাব নং-০২/০৬৬/৫০২০। গত ৩ এপ্রিল তারিখে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করে দেয়া সত্বেও তার বাড়ীতে পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (কম) আব্দুল হালিম ও জুনিয়র ইঞ্জিনিয়ার মো: আলমগীর ওরফে মাসুম তার লোকজন ৭ এপ্রিল রবিবার বাড়ী লাইন কর্তন করে। এতে বাড়ীর লোকজন বাঁধা দিলে বিদ্যুৎ অফিসের এজিএম (কম) আব্দুল হালিম ও জুনিয়র ইঞ্জিনিয়ার মো: আলমগীর ওরফে মাসুম ১০ হাজার টাকার দাবি করে। চাদার টাকা দিতে না পারায় অভিযোগকারীর শ্বশুর বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা জাবেদ আলী সরদার এর সঙ্গে কথার কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মিটারটি খুলে নিয়ে আসে ।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার বরাবার নিওমবহিরভুত ভাবে বিদুৎ সংযোগ কর্তনের একটি লিখিত অভিযোগ দেন । অভিযোগে বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থার দাবী করা হয় ।