
মাদ্রার অব ডেমোক্রেসি দেশ নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এ শ্লোগান কে সামনে রেখে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এড.আনিসুজ্জামান খান বাবু সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক মন্জুর মোরশেদ বাবু,মোশারফ হোসেন বাবু প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর জেলা নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তরা,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে নিঃশর্ত মুক্ত করতে বিএনপির দলীয় কার্যক্রম সফল করার আহবান ও সরকারের নিকট বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।