
গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে আজ পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল আয়োজনে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রবিবার মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল হোসেন,গাইবান্ধার পৌর সভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, গাইবান্ধা জেলা শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
মঙ্গলশোভা যাত্রা শেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের আমন্ত্রনে পান্তা উৎসব পালিত হয়।