গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে হাতে-নাতে ৬ জুয়ারুকে আটক করেছে।
গতকাল সোমবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলা রোডে বাজার মসজিদের পার্শ্বে কারিকাডোবার আব্দুল মালেকের টিনসেডের ঘর হতে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া (৪২), মাগুড়া কেশবপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে মন্জু শেখ (৪৫), বোয়ালিয়া গ্রামের মৃত নিধিরাম চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র সরকার (২৭), কুঠিবাড়ী গ্রামের ছাবেদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭), কালিকাডোবা গ্রামের মৃত বাবু শেখের ছেলে হৃদয় শেখ (৩৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে পারভেজ রহমানকে (২৩) জুয়া খেলারত অবস্থায় আটক করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের অর্থদন্ড প্রদান করেন।