
হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আজ ২৯ এপ্রিল সোমবার কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সংগঠনের জেলা সমন্বয়ক মনজুর আলম মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক সমিতি জেলা সভাপতি সুভাষ শাহ রায়, কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্ট জেলা আহবায়ক গোলাম ছাদেক লেবু, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির যুগ্ম আহবায়ক মশিউর রহমান মইশাল, কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্ট সাধারণ সম্পাদক সুকুমার মোদক, সংগ্রাম পরিষদের সদস্য মাহাবুর রহমান, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সাবেক সভাপতি কৃষক নেতা ওয়াজিউর রহমান রাফেল প্রমুখ।
বক্তারা, কৃষি ফসলের লাভজনক দাম, ক্ষেতমজুরদের জন্য সারা বছরের কাজ, পল্লী রেশনিং চালু এবং ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত রেটে সরাসরি কৃষকের কাছ থেকে ধান, ভূট্টাসহ অন্যান্য কৃষি ফসল ক্রয়ের দাবি জানান। তারা বলেন, সরকার ধানের রেট ঘোষনা করে কিন্তু গোডাউনে কৃষক ধান দিতে পারে না। এব্যাপারে সরকারের কোন নজর থাকে না।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের খানকাশরীফস্থ জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় জেলা খাদ্য কর্মকর্তা মো. জহুরুল ইসলাম দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি তুলে নেয়া হয়।