
প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়সহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় হাটসভা করেছে জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
আজ ২৭ এপ্রিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটসভা করে বামজোটভুক্ত নয়টি কৃষক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনটির সদস্যরা। তারা সদর উপজেলার তুলসীঘাট এবং পলাশবাড়ীর চৌমাথা মোড় ও সবজি বাজারে হাটসভা করে।
এসব হাটসভায় বক্তব্য রাখেন জেলা বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ সমন্বয়ক মনজুর আলম মিঠু ও সদস্য আবু রাহেন শফিউল্লাহ, জেলা কৃষক সমিতির সভাপতি মো. বাদল, পলাশবাড়ী সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লা আদিল নান্নু, পলাশবাড়ী বাসদের সমন্বয়ক আলিউল ইসলাম বাদল ও গোবিন্দগঞ্জ সিপিবির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে ধান ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। এক লাখ ৬৮ হাজার কৃষকের নামের যে সার্টিফিকেট মামলা ও ১২ হাজার কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বাতিল করতে হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে হবে ও কৃষকদের জন্য স্বল্পমূল্যে গ্রামীণ রেশনিং চালু করতে হবে।
এগুলোসহ ৯ দফা দাবিতে আগামীকাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান বক্তারা।