
গাইবান্ধায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৭ ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
আজ ৩ এপ্রিল গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের ডেভিট কোম্পানি পাড়াস্থ জনৈক মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ নুরু মিয়া(৪০), এর টিনসেড বিল্ডিং এর পূর্ব পার্শ্বে বাঁধে যাওয়ার পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ১। মোঃ জামাল উদ্দিন(৫১) ও ২। আব্দুল হামিদ(৩৮), কে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
গ্রেফতারকৃত ১। জামাল উদ্দিন(৫১) সদর উপজেলার পৌরসভাস্থ ডেভিড কোম্পানিপাড়ার পিতা- মৃত ইদ্রিস আলীর ও ২। মোঃ আব্দুল হামিদ(৩৮), মৃত আঃ ছাত্তার@নান্টুর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ১৪,১০০/=টাকা। পরবর্তীতে আসামীদ্বয়ের গাইবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।