
গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ৯ এপ্রিল মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে সিপিবি গাইবান্ধা জেলা শাখা। সকাল ১০টায় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ‘বর্তমানে দেশ এক মহাসংকটের মধ্যে আছে। ভোটারবিহীন ভূয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন চালু করছে। দেশ, দেশের মানুষ, সম্পদ ও রাজনীতি জিম্মি হয়ে পড়ছে ব্যবসায়ী মাফিয়াদের হাতে’।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কৃষক নেতা সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। এসময় গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।