
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:
“যদি সম্ভব হয়,
গরমের এই কয়টা দিন রিক্সাওয়ালাদের ভাড়া ১০/৫টা টাকা বাড়িয়ে দিয়েন।” নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ২৭ এপ্রিল শনিবার দুপুরে এমন পোস্ট দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ। পোস্টে বাদশাহ ব্যবহার করেছেন ঘর্মাক্ত দুই শ্রমিকের ছবি। আবহাওয়া খেটে খাওয়া মানুষের জন্য কতটা প্রভাবের, তার এই পোস্টে মূলত তা-ই অনুধাবন করা যায়।
প্রচন্ড গরমে রিকসা শ্রমিকদের কষ্ট লাঘবে রিকসা ভাড়া ৫/১০ টাকা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করে লেখা তার এই স্ট্যাটাস ইতিমধ্যে নজর কেড়েছে বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানানো তার এই আহব্বান মূহুর্তেই পৌছে যায়। মন্তব্যে উঠে আসে এমপি’র এরকম চিন্তা ভাবনার প্রশংসা। কেউ আবার সুত্র ধরে তুলে আনেন, তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া-১ দৌলতপুরের রাস্তাঘাটের বেহাল দশার কথা।
গণমাধ্যমকে তিনি বলেন, দেশ জুড়ে প্রচন্ড গরম। এ অবস্থায় সারা দেশের মানুষের চলাচলে নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে কর্মজীবি মানুষগুলোর কষ্ট বেড়েছে সব চেয়ে বেশি। যারা প্রচন্ড রোদে রিকসা চালান, বোঝা টানেন, ঠেলা গাড়ী ঠেলেন তাদের কষ্ট কয়েক গুন বেড়ে গেছে। এ সব মানুষের বাড়তি খাবার প্রয়োজন। ঠান্ডা খাওয়ার প্রয়োজন।
এ অবস্থায় যারা রিকসাতে চড়ছেন তাদের কাছে অনুরোধ করছি, পারলে গরমের এই কয়দিন রোজকার রিকসা ভাড়ার চেয়ে রিকসা শ্রমিক ভাইদের ৫/১০ টাকা বেশি ভাড়া দেবেন। যাতে করে প্রচন্ড গরমে শরীরের যে ক্ষতি হচ্ছে আপনাদের দেওয়া ৫/১০ টাকা বাড়তি টাকা দিয়ে ঠান্ডা খাবার কিনে খেয়ে সেই ক্ষতিপূরণ করতে পারেন।