
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার এমন কোনো বেকায়দায় নেই যে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে বা অন্য কোনোভাবে। তিনি আদালত কর্তৃক দন্ডিত হয়ে কারাগারে আছেন। তার মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আইনের মাধ্যমে জামিন নিয়ে।
শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভরাপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্যারোলের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যিনি বন্দি তিনি যদি আবেদন করেন তাহলে সরকার বিবেচনা করতে পারেন। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেনো যে অবান্তর কথা বলছেন আমার বোধগম্য নয়।
তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের বিকাশ ঘটেছে। গত ১০ বছরে পত্রিকার সংখ্যা প্রায় ডাবল হয়েছে। টেলিভিশনের সংখ্যা তিন গুন হয়েছে। বাংলাদেশে কোনো সেন্সরের মধ্যে দিয়ে সংবাদ পরিবেশ করতে হয় না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে আরও করবে।