
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কোন ধরণের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরকারের কথায় বিএসএমএমইউ এর পরিচালক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ বলছেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শবে-ই-মিরাজ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন।
খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ বলে দাবি করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনকে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ডাক্তাররা তাদের পদ টিকিয়ে রাখতে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে বিবৃতি দিচ্ছেন।