
আন্তর্জাতিক ডেস্ক
চিলিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে এ দুর্ঘটনা ঘটে।
চিলির রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর খালিজ টাইমসের
পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।
এ দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামেন দেশটির দমকল বাহিনীর সদস্যরা।
জানা গেছে, বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।
তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।