
গাইবান্ধার পলাশবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর প্রকাশ্যে শরীরস্পর্শ করে যৌন হয়রানীসহ অশ্লীল কথা বলায় ভ্রাম্যমান আদালত বখাটে রাজু আকন্দকে (৪৪) ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। এসময় চলতি এইচএসসি পরীক্ষা চলাকালীন একই এলাকার মো. এপাচ আকন্দের বখাটে ছেলে রাজু জনৈকা পরীক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে তার শরীরস্পর্শ করে। এসময় স্পর্শকাতর স্থান স্পর্শ ছাড়াও যৌন হয়রানি মূলক বিভিন্ন আপত্তিকর কথা বলে। বিষয়টি তাৎক্ষনিক মৌখিক এবং লিখিতভাবে পুলিশকে অবগত করে।
পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকেই বখাটে রাজুকে হাতে-নাতে আটক করে। বিকেলে আটককৃত রাজুকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফ হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সন্ধায় রাজুকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।