শিক্ষামন্ত্রীর আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেছেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা।
এর আগে রবিবার বিকেলে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রী বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনার জন্য যাচাই-বাছাই শুরু হবে।
প্রসঙ্গত, এমপিওভুক্তির দাবিতে রাজপথে নামেন শিক্ষক-কর্মচারীরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন। রাতেও তারা অবস্থান করেন।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে আমরা আবেদন করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আশ্বস্ত করেছেন আমাদের। এরপরও দেড় বছর অতিক্রম হয়েছে। উচ্চ মহলে বিভিন্ন সময় আমরা যোগাযোগ করেছি। কিন্তু তারা একটা কথাই বলেছেন, তাদের কিছু করার নেই।
তবে রবিবার বিকেলে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রী বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনার জন্য যাচাই-বাছাই শুরু হবে। এ প্রেক্ষিতে আমরা এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেছি।