
সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাসদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজশাহী সেনানিবাসে চারটি রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন।
রোববার সকালে রাজশাহীর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট ৭,৮,৯ ও ১০ এর সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা।
দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাসহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী।
আর এই বাহিনীর সবচেয়ে দক্ষ ও চৌকস সেনা সদস্যদের রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা ও স্বীকৃতি স্বরূপ দেয়া হয় ন্যাশনাল স্ট্যার্ন্ডাড বা জাতীয় পতাকা।